Sunday, June 16, 2019

ছোট্ট একটি ট্রিকস ইউজ করে কিভাবে YouTube এর ভিডিও খুব সহজে ডাউনলোড করবেন দেখে নিন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। Tipsnow24 এর পক্ষ থেকে সবাইকে কে টেক ওয়ার্ল্ডে স্বাগতম। আজ আপনাদের মাঝে সম্পুর্ণ আলাদা একটি পোস্ট নিয়ে এসেছি। আজকের পোস্টে দেখাবো ছোট্ট একটি ট্রিকস ইউজ করে কিভাবে YouTube এর ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন।

আশা করি সবার পছন্দ হবে ইনশাল্লাহ।
তাহলে চলুন শুরু করা যাক।

কিছু কথা


অনেকেই হয়তো এখনও জানেন না যে ইউটিউব এর ভিডিও কিভাবে ঝামেলাহীন ভাবে ডাউনলোড করতে পারবেন। অনেকেই বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করেন। যেটা বেশ কষ্টকর। কিন্তু যদি আপনি অ্যাপ ইউজ করে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করেন তাহলে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। যাতে কোনো রকম খাটাখাটনির প্রয়োজন নেই। আমি স্ন্যাপটিউব ব্যবহার করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করি তাই আপনারা অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নিন।
এরপর ইনস্টল করা হয়ে গেলে ইউটিউব ওপেন করুন।

Step 1


যে ভিডিওটি ডাউনলোড করবেন তার পাশে দেখুন থ্রি ডট মেনু সেখানে ক্লিক করুন।

Step 2


তারপর শেয়ার এ ক্লিক করুন।

Step 3


একটু স্ক্রল করে স্ন্যাপ টিউব আইকনে ক্লিক করুন।

Step 4


এরপর নিচের মত আসলে আপনার ইচ্ছামত রেজুলেশন সিলেক্ট করুন।

Step 5


এরপর ডাউনলোড এ ক্লিক করলেই দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।


ব্যাস কাজ শেষ এভাবেই ঝামেলাবিহীন ইউটিউব এর ভিডিও ডাউনলোড করতে থাকুন।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, পরের পোস্টে দেখা হবে।
পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত জানান।

ধন্যবাদ